ক্রিম ব্লাশ থেকে কি ব্রণ হতে পারে? খতিয়ে দেখলাম আমরা

Written by Manisha Dasgupta24th Feb 2022
ক্রিম ব্লাশ থেকে কি ব্রণ হতে পারে? খতিয়ে দেখলাম আমরা

দৃশ্য এক! ব্লাশ লাগানো রক্তিমাভ গাল, মুখের চারপাশে ফ্রেমের মতো ছড়িয়ে থাকা চুল আর আইকনিক ব্রাউন ঠোঁটে আপনি মোহময়ী! কিন্তু এর পরে দৃশ্য দুইতেই ছন্দপতন, কারণ এই লুক আর দ্বিতীয়বার তৈরি করতে চান না আপনি। তার কারণ একটাই... ব্রণ!

এমন মোহভঙ্গ খুব কমই হয়! তবে চিন্তা নেই, ব্রণর কারণ খুঁজে বের করতে সঙ্গে আছি আমরা। ভেবে দেখুন, আপনি কি গালে ক্রিম-বেসড ব্লাশ লাগিয়েছিলেন? তেমন হলে এ লেখা আপনারই জন্য! ভয় পাবেন না, সদ্য কেনা ব্লাশ ডাস্টবিনে ফেলে দিতে হবে না। বরং পড়তে থাকুন!

 

 

ক্রিম ব্লাশ থেকে বকি ব্রণ হতে পারে?

পাউডার-বেসড ফরমুলা কি ত্বকের পক্ষে তুলনামূলক নিরাপদ?

গালে এই মুহূর্তে যে ব্লাশটা ব্লেন্ড করছেন, তার উপাদানগুলো নিশ্চিতভাবেই আপনি দেখে নেননি! এ সব ব্লাশের অনেকগুলোই কমেডোজেনিক, অর্থাৎ রোমছিদ্র বন্ধ করে দেয় এমন প্রডাক্ট। আর বন্ধ হয়ে যাওয়া রোমছিদ্র মানেই ব্রণ! ত্বকে মসৃণভাবে ব্লেন্ড হয়ে গেলেও ত্বকের পক্ষে এ ধরনের প্রডাক্ট ভালো নয়।

 

তবে শুধু একটা প্রডাক্টই যে আপনার ব্রণর একমাত্র কারণ তা নাও হতে পারে। ব্রণ একটা জটিল সমস্যা এবং এর পেছনে জেনেটিকস, হরমোন, মৃত কোষ, ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত, প্রদাহের মতো নানা কারণ থাকতে পারে। পরিস্থিতি আরও জটিল হওয়া এড়াতে নিজের জন্য সঠিক মেকআপ প্রডাক্ট বেছে নিন।

 

 

ক্রিম-বেসড ব্লাশ কেনার সময় কী কী মাথায় রাখবেন?

পাউডার-বেসড ফরমুলা কি ত্বকের পক্ষে তুলনামূলক নিরাপদ?

ব্লাশ বা অন্য যে কোনও মেকআপ প্রডাক্ট কেনার সময় লেবেলে যেন অবশ্যই নন-কমেডোজেনিক কথাটা লেখা থাকে। যদি আপনার ব্রণ বেরোনোর প্রবণতা থাকে, তা হলে মুখ ভালো করে ধোবেন, মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করবেন আর সেই সঙ্গে ত্বকের ধরনের ওপর নির্ভর করে ব্রণর চিকিৎসা করাবেন। প্রডাক্ট যদি আঙুল দিয়ে লাগান, তা হলে মুখে দেওয়ার আগে হাত ধুয়ে নেবেন। নারকেল, ফ্ল্যাক্সিড, পাম আর সয়াবিন তেলযুক্ত প্রডাক্ট এড়িয়ে চলুন কারণ এ সব প্রডাক্ট আপনার রোমছিদ্র বন্ধ করে ব্রণর কারণ হয়ে উঠতে পারে।

 

 

পাউডার-বেসড ফরমুলা কি ত্বকের পক্ষে তুলনামূলক নিরাপদ?

পাউডার-বেসড ফরমুলা কি ত্বকের পক্ষে তুলনামূলক নিরাপদ?

এটি যুক্তিযুক্ত প্রশ্ন। কিন্তু উত্তর হল, না! সবটাই নির্ভর করে প্রডাক্টের ফরমুলার ওপর। পাউডার-বেসড ব্লাশেও কমেডোজেনিক উপাদান থাকতে পারে। মূল কথা হল, প্রডাক্টের টেক্সচার আর ফরমুলা যেমনই হোক না কেন, কেনার আগে প্রডাক্টের উপাদানগুলি সম্পর্কে ভালো করে জেনে নেবেন।

মনে রাখবেন, আপনার ত্বক তেলতেলে হলে তবেই পাউডার-বেসড ফরমুলা আপনার পক্ষে আদর্শ। পাউডার ত্বকের তেলাভাব শুষে নেয়। কিন্তু আপনার ত্বক শুষ্ক হলে ক্রিম-বেসড ফরমুলাই ভালো। পাউডার-বেসড প্রডাক্ট মাখলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। 

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1362 views

Shop This Story

Looking for something else