পার্পল ব্লাশ: নিজের পুরনো মেকআপ প্রডাক্ট দিয়েই ট্রাই করুন এই নতুন ট্রেন্ড

Written by Manisha DasguptaFeb 25, 2022
পার্পল ব্লাশ: নিজের পুরনো মেকআপ প্রডাক্ট দিয়েই ট্রাই করুন এই নতুন ট্রেন্ড

সঠিক ব্লাশের উপযোগিতা কী, তা আমরা এতদিনে জেনে গেছি! মুখে তারুণ্যের দীপ্তি এনে দেওয়ার চাবিকাঠি রয়েছে ব্লাশের কাছে। ব্লাশের রং আর আন্ডারটোন ঠিক করে দিতে পারে আপনাকে কেমন দেখাবে। কিন্তু ব্লাশের আদর্শ রঙের কথা ভাবলে পার্পল বা বেগুনি রংটা আমাদের চট করে মনে আসে না। মূলত গোলাপির শেড থেকে কোরাল পর্যন্তই আমরা ঘোরাফেরা করি। অথচ কেমন হবে যদি বলি পার্পলই আপনার জন্য আদর্শ ব্লাশ হতে পারে? সত্যি বলতে, ইন্টারনেটের জগতে পার্পলকেই কিন্তু বিশ্বজয়ী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে! কিন্তু তার মানে এই নয় যে এক্ষুনি গিয়ে আপনাকে নতুন ব্লাশ কিনতে হবে! নিচে আমরা কিছু কৌশলের কথা বলে দিলাম যা মেনে নিজের পুরনো মেকআপ প্রডাক্ট ব্যবহার করেই পার্পল ব্লাশের ট্রেন্ডটা ট্রাই করে দেখতে পারবেন আপনি!

 

 

01. লিকুইড লিপস্টিক

04. পার্পল লিপ বাম

লিকুইড লিপস্টিকে রঙের পিগমেন্ট খুব গাঢ় হয়। কিন্তু গালে তা সরাসরি না লাগানোই ভালো! লিকুইড লিপস্টিকের ফরমুলা যেহেতু সাধারণত ম্যাটই হয়, তাই এটি লাগালে ত্বক খুব শুষ্ক হয়ে যেতে পারে, গালে ব্লেন্ড করতেও সমস্যা হয়। তাই লিকুইড লিপস্টিক ব্লাশ হিসেবে ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় হল এটিকে ঘরোয়া সিরাম ব্লাশে বদলে নেওয়া। আপনার দরকার ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার-পার্পল আন্ডারগ্রাউন্ড/ Lakmé Absolute Matte Melt Liquid Lip Color - Purple Underground-এর মতো বেগুনি লিকুইড লিপস্টিক আর তার সঙ্গে আপনার পছন্দের যে কোনও সিরাম। হাতের তালুতে বা ছোট পাত্রে সামান্য পার্পল লিপস্টিক নিন, তাতে একফোঁটা পছন্দের সিরাম দিন। এবার লিপস্টিক আর সিরাম আঙুল দিয়ে বা স্প্যাটুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গালে লাগান। ব্রাশ, বিউটি স্পঞ্জ বা স্রেফ আঙুল দিয়েই গালে রংটা ব্লেন্ড করে দিন।

 

02. পার্পল আইশ্যাডো

04. পার্পল লিপ বাম

আপনার আইশ্যাডো প্যালেটে যদি পার্পল রং থেকে থাকে, সেটা ব্লাশের মতো ব্যবহার করতে পারেন। ম্যাট আইশ্যাডো বা শিমারি আইশ্যাডো, দুইই ব্যবহার করা যায়। ব্লাশ ব্রাশ দিয়ে পরিমাণমতো পার্পল আইশ্যাডো তুলে নিন। আইশ্যাডোর কৌটো ছোট হলে ব্রাশের ব্রিসলগুলো আঙুল দিয়ে চেপে কৌটোয় ঢুকিয়ে ব্রাশে আইশ্যাডো তুলে নিন। গালে লাগিয়ে তারপর বৃত্তাকারে ব্লেন্ড করুন। রঙের আভা পছন্দমতো না হওয়া পর্যন্ত আড়াআড়িভাবে গাল থেকে কপালের ধার পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন।

 

03. ক্রিম লিপস্টিক

04. পার্পল লিপ বাম

সাটিন বা ক্রিম লিপস্টিক দিয়ে সবচেয়ে ভালো ক্রিম ব্লাশার হয়। এতে মুখে দারুণ একটা দীপ্তি আসে, ত্বকে ভারীও লাগে না। সুন্দর মনোক্রোমেটিক লুক তৈরি করতে লিপস্টিককে ক্রিম ব্লাশ হিসেবে খুব ভালো ব্যবহার করা যায়। লিপস্টিক সরাসরি গালে লাগান, তারপর ব্রাশ, বিউটি স্পঞ্জ বা আঙুল দিয়ে ব্লেন্ড করে দিন। অথবা অ্যাপ্লিকেটরে প্রডাক্ট নিয়ে গালে লাগাতে পারেন, যাতে গালের রং অতিরিক্ত চড়া না হয়।

 

04. পার্পল লিপ বাম

04. পার্পল লিপ বাম

নো-মেকআপ মেকআপ দিনের জন্য এটি আদর্শ! আপনার শুধু দরকার পার্পল রঙের টিন্টেড লিপ বাম। এতে ত্বকে একটা স্নিগ্ধ জৌলুস আসে, মুখ ভেতর থেকে উজ্জ্বল দেখায়। ইনস্টাগ্রামে ছবি তুলতেও এই টিপটি আদর্শ, কারণ এর ফলে মুখে একটা অদ্ভুত জেল্লা আসে। পার্পল লিপ বাম গালে ঘষে নিয়ে আঙুল দিয়ে মিশিয়ে দিন। মুখে অন্য মেকআপ না থাকলে সরাসরি ঘষে ব্লেন্ড করতে পারেন। কিন্তু মুখে যদি মেকআপ থাকে তা হলে ঘষে ব্লেন্ড করবেন না, তাতে মেকআপ নষ্ট হয়ে যাবে। সে ক্ষেত্রে আঙুল দিয়ে হালকা চেপে চেপে ব্লেন্ড করে দিন।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1535 views

Shop This Story

Looking for something else